কোল বিদ্রোহের কারণ আলোচনা করো।

 সূচনা: 

বিহারের ছোটোনাগপুরে কোল জাতির নিবাস ছিল। ব্রিটিশ শাসনে তারা ব্রিটিশ, জমিদার, মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে বুদ্ধু ভগত, জোয়া ভগত ঝিন্দরাই মানিক ও সুই মুন্ডা প্রমুখের নেতৃত্বে ১৮৩২ খ্রিঃ কোলরা যে বিদ্রোহ করেছিল তা ইতিহাসে কোলবিদ্রোহ নামে পরিচিত।

বিদ্রোহের কারণঃ

 কোল বিদ্রোহের কারণগুলি হল-

রাজস্বঃ 

পূর্বে কোলদের কোনোরকম রাজস্ব প্রদান করতে হতো না। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের ফলে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা শুরু হয়। তাতে এদের উপর উচ্চহারে কর আরোপ করা হয়। বহিরাগত জমিদার ও মহাজনদের উপর কোম্পানি এখানকার জমির ইজারা দিয়ে দেয়।

উচ্চহারে রাজস্ব আদায়ঃ 

জমিদাররা রাজস্বে পরিমাণ প্রভূত পরিমাণে বাড়িয়ে দেয়। এছাড়াও কোলদের উপর অন্যান্য করের বোঝা চাপিয়ে দেওয়া হয় যা প্রদান করতে গিয়ে কোলরা নিঃ স্ব হয়ে যায়।

অত্যাচারঃ 

ইজারাদার বা রাজস্ব আদায়ের জন্য প্রভূত অত্যাচার চালায়। তারা কোলদের জমি থেকে উৎখাত করতে থাকে। কোল রমণীদের উপর নানাভাবে অত্যাচার চলতে থাকে। তাদের লাঞ্ছিত করা হয়। নানা অজুহাতে কোল বন্দি করা হয় এছাড়া কোম্পানির রাস্তা তৈরির কাজে কালদের বিনা পারিশ্রমিকে বেগার শ্রম দিতে হতো। তাদের কোম্পানি বলপূর্বক আফিম চাষে বাধ্য করত।

চিরাচরিত ঐতিহ্যের অবক্ষয়ঃ 

কোলদের চিরপ্রাচীন আইন ও বিচারের পদ্ধতি কোম্পানি ধ্বংস করে দিয়ে নিজেদের আইন তাদের উপর চাপিয়ে দেয়। ফলে কোলদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×