মহারানির ঘোষণাপত্র বলতে কী বোঝ?
মহারানির ঘোষণাপত্র:
১৮৫৭ খ্রি. ১নভেম্বর লর্ড ক্যানিং এলাহাবাদের একটি দরবার সভা আহ্বান করেন। উক্ত দরবারে ব্রিটিশ শাসন সম্পর্কে ভারতীয়দের বিশেষ-দেশীয় রাজন্যবর্গের বিশ্বাস অর্জনের লক্ষে মহারানির নামে ঘোষণাপত্র জারি করা হয়। যা ইতিহাসে মহারানির ঘোষণাপত্র নামে পরিচিত।
মহারানির নীতি ও আদর্শ:
এই ঘোষণাপত্র মারফত মহারানি ভিক্টোরিয়া ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি ও আদর্শের কথা ঘোষণা করেন।
(১) দেশীয় অপুত্রক অবস্থায় রাজাদের দত্তকপুত্র গ্রহণের অধিকার দেওয়া হবে।
(২) স্বত্ববিলোপ নীতি পরিত্যাগ করতে হবে।
(৩) ব্রিটিশ সরকার এদেশে সাম্রাজ্য বিস্তার করতে পারবে না।
(৪) যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে।
(৫) জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়কে সমান মর্যাদা দেওয়া হবে।
(৬) ভারতীয়দের ধর্মীয় রীতি-নীতির উপর সরকারের হস্তক্ষেপ করা চলবে না।
(৭) কোম্পানীর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিপত্র সরকার পালন করে চলবে।