মিথ বা উপকথা ও লিজেন্ড বা পুরাকাহিনি বলতে কী বোঝায়? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে?

মিথ বা উপকথা

 প্রাচীন কাল থেকেই মানুষ মুখে মুখে প্রচলিত বিভিন্ন অলৌকিক ঘটনা বা কাহিনি রচনা করে এবং পরবর্তী সময়ে বংশপরম্পরায় সেগুলি প্রচার করে। সৃষ্টির আদিলগ্ন থেকে প্রচলিত এই ঐতিহাসিক উপাদানগুলি উপকথা বা মিথ নামে পরিচিত। মিথ সাহিত্যের প্রাথমিক রূপ বা মৌখিক ইতিহাস। অপরিণত বুদ্ধির মানুষ এই ধরনের ধর্মীয় অলৌকিক কল্পকাহিনি রচনা ও প্রচার করেছে।

Hs history suggetion

লিজেন্ট বা পুরাকাহিনি

 নির্দিষ্ট কোনো সময়ে কোনো বিশেষ ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে যে কল্পকাহিনি, বীরগাথা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচলিত রয়েছে তাকে লিজেন্ড বা পুরাকাহিনি বলা হয়। কোনো অঞ্চলের কোনো ঘটনা বা চরিত্রকে কেন্দ্র করে যে কাহিনি যা সেখানকার মানুষ বংশপরম্পরায় মনে রাখে, বিশ্বাস করে ও প্রচার করে চলে তাকেও কিংবদন্তি বলা যায়। আসলে এই ধরনের বীরগাথা বা কিংবদন্তি হলো সত্য ও মিথ্যা সম্ভাবনার মিলিত রূপ।

অতীত বিষয়ের রূপদানে মিথ বা পুরাকাহিনির ভূমিকা:

মিথ-এর প্রধান চরিত্রগুলি মূলত দেব-দেবীকেন্দ্রিক এবং অলৌকিক ক্ষমতাসম্পন্ন। পৌরাণিক কাহিনিগুলি ধর্মকেন্দ্রিক হওয়ায় পূজা, প্রার্থনা ও লোকাচার প্রভৃতির ভিত্তিতে গড়ে ওঠে উপকথা।

 বংশতালিকা প্রস্তুতে


 পুরাণ থেকে প্রাচীন রাজবংশের তালিকা পাওয়া যায়। ভারতীয় পুরাণেও অনেক রাজবংশের নাম ও পরিচয় রয়েছে। এ নিয়ে বিতর্ক রয়েছে।

 সময়কাল নির্ণয়ে

 পুরাকাহিনির সঙ্গে তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের অনেক সাল, তারিখ নির্ণয় করা সম্ভব হয়েছে।

 নির্ভেজাল ঐতিহাসিক তথ্যরূপে

 পুরাকাহিনিতে ইতিহাসের বহু সত্য ও যথার্থ উপাদান লুকিয়ে রয়েছে। গিসের পুরাকাহিনিতে তাদের দেবতা, বীরপুরুষ ও পূর্বপুরুষের কথা ব্যক্ত হয়েছে। এই সূত্রেই ট্রয় নগরী ও ট্রয়ের যুদ্ধক্ষেত্র নির্ণয় করা সম্ভব হয়েছে। তাই পুরাকাহিনি থেকে কোনো ঐতিহাসিক ঘটনার নির্ভেজাল তথ্য জানা যায়।

 অতীত বিষয়ের রূপদানে কিংবদন্তি বা লিজেন্ডের ভূমিকা:

 Legend কথাটি এসেছে লাতিন শব্দটি 'Legenda' থেকে। কিছু কিছু ঐতিহাসিক মনে করেন মানবসমাজের ইতিহাসবোধ সৃষ্টি হবার পর থেকেই এইসকল কাহিনি গড়ে উঠতে শুরু করে।

 ঐতিহাসিক ভিত্তির ক্ষেত্রে

 রূপকথার ন্যায় কিংবদন্তি পুরোপুরি কাল্পনিক নয়। কিংবদন্তির বাস্তবতা রয়েছে। প্রসঙ্গত, বাংলার কিংবদন্তি চরিত্র রঘু ডাকাতের কালী পুজোর সূত্র ধরে একটি কালী মন্দির শনাক্ত করা হয়েছে। তাই কিংবদন্তির কাহিনি অনেক বেশি ঐতিহাসিক উপাদান সমৃদ্ধ-একথা বলা যায়।

 শিক্ষাদানের ক্ষেত্রে :

 অতীতের নৈতিকতা, বীরত্ব কিংবদন্তি থেকে জানা যায়। আধুনিক মানুষও নৈতিকতার শিক্ষা লাভ করে কিংবদন্তি থেকে।

বিশ্বজনীনতার ক্ষেত্রে:

 বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত কিংবদন্তি থেকে বিশ্বজনীনতার আভাস পাওয়া যায়। বিশ্ব সৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতি ঘটনার আভাসও এই কাহিনিগুলি প্রদান করে থাকে।

 আনন্দদানের ক্ষেত্রে:

 কিংবদন্তি বর্তমান কালেও মানবসমাজে আনন্দ দিয়ে চলেছে। আনন্দদায়ক বলেই বংশপরম্পরায় বর্তমান সময়েও এগুলি প্রচলিত এবং ঐতিহাসিক সূত্র জানতে সহায়ক হয় কিংবদন্তিগুলি।

মূল্যায়ন : 

উপরিউক্ত আলোচনা থেকে স্পষ্ট যে অতীতকে জানতে ও বুঝতে গেলে মিথ ও লিজেন্টের গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সামগ্রিকভাবে বলা যায়, লিজেন্ট ও মিথ থেকে আর্থ-সামাজিক তথা রাজনৈতিক পরিস্থিতি জানা যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url