আধুনিক ইতিহাস চর্চার মাধ্যম হিসেবে চিঠিপত্র কতটা গুরুত্বপূর্ণ?
ভূমিকা:
আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে চিঠিপত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। শুধুমাত্র সরকারি নয়। ব্যক্তিগত চিঠিপত্রও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিঠিপত্র থেকে সমকালীন সময়ের মূল্যবান তথ্যাদি পাওয়া যায়। ভারত ইতিহাসের গুরুত্বপূর্ণ চিঠিপত্রগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রাবলি, সুভাষ চন্দ্র বসু, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, জওহর লাল নেহরু, টিপু সুলতান প্রমুখ ব্যক্তিদের লেখা পত্রাবলি।
রাজনৈতিক তথ্য:
সুভাষ চন্দ্র বসু, মহাত্মা গান্ধী প্রমুখের লেখা পত্রাবলি থেকে আমরা সমকালীন রাজনৈতিক অবস্থা সম্বন্ধে অবহিত হই।
শিক্ষামূলক তথ্য:
অনেক ব্যক্তিগত চিঠি থেকে আমরা শিক্ষামূলক তথ্য পাই। যেমন-কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি।
সাধারণ মানুষের চিঠি:
সাধারণ মানুষেরে ব্যক্তিগত চিঠি থেকে আমরা কোনো ঘটনা সম্পর্কে মানুষের মনোভাব জানতে পারি। যেমন- দেশভাগ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা ব্যক্তিগত চিঠিগুলি থেকে মানুষের মনোভাব সবিস্তারে জানা যায়।