সবুজ বিপ্লবের ফলাফল আলোচনা করো।
উত্তর :- ভারতে সবুজ বিপ্লবের প্রধান রূপকার ছিলেন এম এম স্বামীনাথন। পাঞ্জাব, হরিয়ানা, উঃ প্রদেশের পশ্চিম অংশে জলসেচের সাহায্যে আধুনিক পদ্ধতিতে উচ্চফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, ট্র্যাক্টর উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পায়, একে সবুজ বিপ্লব বলে।
© সুফল
(i) কৃষিদ্রব্য উৎপাদন বৃদ্ধি : সবুজ বিপ্লবের ফলে খাদ্যশস্য উৎপাদন অনেকটা বৃদ্ধি পায়। 1960-61 খ্রিস্টাব্দে ভারত যেখানে মোট খাদ্য শস্যের উৎপাদন ছিল 8.2 কোটি মেট্রিক টন সেখানে 2011-12 খ্রিস্টাব্দে বেড়ে হয় 25.7 মেট্রিক টন।
(ii) কৃষকের আয় বৃদ্ধি : ফসল উৎপাদন বৃদ্ধির কারণে কৃষকের আয় বাড়ে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটে। তবে তা বৃহৎ চাষীদের মধ্যে বেশি থাকে।
(iii) খাদ্য শস্যের আমদানি হ্রাস : স্বাধীনতার সময়ে এবং সবুজ বিপ্লবের আগে পর্যন্ত ভারতকে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে। সবুজ বিপ্লবের প্রভাবে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির কারণে ভারত এখন খাদ্যশস্যে স্বয়ম্ভর।
(iv) শিল্পের উন্নতি : সবুজ বিপ্লবের কারণে কৃষি যন্ত্রপাতি, সার, কীটনাশক চাহিদা বহুগুণে বেড়ে যায়। ফলে এই সকল দ্রব্য উৎপাদনকারী শিল্পের উন্নতি ঘটে।
© কুফল
(i) শস্য উৎপাদনে বৈষম্য : সবুজ বিপ্লবের প্রভাব সারা ভারত জুড়ে সকল ফসলের উপর পড়েনি। প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গম, ধানে। মাঝারি মাপের ডাল জাতীয় শস্যে প্রভাব খুবই সামান্য। কার্পাস, পাট উৎপাদনে এর কোনো প্রভাব পড়েনি।
(ii) চাষীদের অর্থনৈতিক বৈষম্য : সবুজ বিপ্লবের সুবিধা সবচেয়ে বেশি ভাগ করে বৃহৎ চাষিরা। ফলে বৃহৎ চাষিদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটতে থাকে, কিন্তু মাঝারি, প্রান্তিক চাষীদের অর্থনৈতিক অবস্থার খুব বেশি পরিবর্তন ঘটে না।
(iii) বেকারত্ব সৃষ্টি ঃ কৃষিকাজে যন্ত্রের ব্যবহারের কারণে মজুরের চাহিদা কমে। ফলে বেকারত্ব সৃষ্টি হয়। পাঞ্জাব, হরিয়ানায় বেকারত্বের সংখ্যা সামান্য বাড়লেও বাকি অঞ্চলগুলিতে এর বৃদ্ধির হার যথেষ্ট বেশি।
(iv) সামাজিক সমস্যা সৃষ্টি : সবুজ বিপ্লবের প্রভাবে বৃহৎ এবং ক্ষুদ্র প্রান্তিক চাষিদের। মধ্যে আর্থিক বৈষম্যের কারণে সামাজিক দূরত্ব সৃষ্টি হয়।
(v) বাস্তুতন্ত্রের উপর প্রভাব : (i) মাটির যান্ত্রিক রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটায়। (ii) মাটি ক্ষয় বৃদ্ধি করে। (iii) ভৌমজলের অবনমন ঘটে। (iv) বনভূমি অঞ্চল হ্রাস পায়। (v) অতিরিক্ত জলসেচের কারণে লবণ কৈশিক প্রক্রিয়ায় উপরে উঠে আসে।