শিশুর শিক্ষায় পরিবারের ভূমিকা লেখো।

 উত্তর :- শিশুর শিক্ষায় পরিবারের ভূমিকা : পরিবার হল সমাজের মৌলিক প্রতিষ্ঠান, এর থেকেই অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে। মানবসমাজে এটি হল প্রাচীনতম শিক্ষালয়। অন্য কোনো সামাজিক সংস্থা পরিবারের মতো এমন আন্তরিক হয় না, পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে শিশু গভীর স্নেহের সম্পর্কে জড়িয়ে থাকে।

পরিবারের মধ্য থেকেই শিশুর প্রাথমিক অভ্যাসগুলি গড়ে ওঠে। যে-কোনো বিষয়ের প্রাথমিক জ্ঞান শিশু পরিবার থেকেই পায়। সামাজিক ও প্রাক্ষোভিক শিক্ষার শুরু পরিবার থেকেই হয়। সেই কারণে পরিবার হল শিশুর শিক্ষা এবং জীবনবিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিবারের যেসব কাজ শিশুর সামগ্রিক বিকাশে সাহায্য করে সেগুলি হল—

 সাধারণ কার্যাবলি: দৈহিক নিরাপত্তা দান, জৈবিক চাহিদা পূরণ, সামাজিকীকরণে সহায়তা, উৎপাদনশীল কাজে সহায়তা, সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও বণ্টন, অন্তরঙ্গতা বজায় রাখা।

 শিক্ষামূলক কার্যাবলি : আচার-আচরণের শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, অভ্যাস গঠনের শিক্ষা, প্রাক্ষোভিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশে সহায়তা, বিশ্লেষণাত্মক শক্তির বিকাশে সহায়তা, ধারণা ও জ্ঞানের শিক্ষা, ঐতিহ্যের সংরক্ষণে সহায়তা, আর্থিক সাফল্যলাভে সহায়তা, সার্বিক উন্নয়নে সহায়তা।"

Class 11 education suggestions

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×