বেতারের সীমাবদ্ধতা বা অসুবিধাগুলি আলোচনা করো।
বেতারের সীমাবদ্ধতা : বেতার গণশিক্ষার মাধ্যমরূপে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে ঠিকই কিন্তু এর বেশ কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি রয়েছে। নীচে সেই ত্রুটিগুলি উল্লেখ করা হল :
শ্রুতিনির্ভরতা : বেতার কেবল শ্রুতিনির্ভর গণশিক্ষার মাধ্যম। এতে অনুষ্ঠান দেখা যায় না। ফলে মানুষ, বিশেষত অল্পবয়সিরা এর প্রতি খুব একটা আকৃষ্ট হয় না।
শিক্ষামূলক অনুষ্ঠানের পরিমাণ কম : বেতারে শিক্ষামূলক অনুষ্ঠান খুবই কম প্রচার করা হয়। ফলে বেতারের শিক্ষাগত মূল্য কম।
সুষ্ঠু পরিচালনার অভাব : সুষ্ঠু পরিচালনার অভাবের জন্য ধীরে ধীরে বেতার তার জনপ্রিয়তা হারাচ্ছে। বিশেষ করে বিদ্যালয়ের সঙ্গে ঠিকমতো সংযোগ রেখে অনুষ্ঠান প্রচার করা হয় না। ছাত্রছাত্রীদের অনুষ্ঠান এমন সময়ে পরিবেশিত হয় যে বিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে ছাত্রছাত্রীরা তাতে অংশ নিতে পারে না।
পরিকল্পিত শিখনকৌশল হিসেবে ব্যবহার করা যায় না : দূরদর্শনের মতো বেতার দৃষ্টি ও শ্রুতি-নির্ভর না হওয়ায় এখানে পরিকল্পিত শিখন কৌশলের সব সুবিধা পাওয়া যায় না।
একমুখী প্রক্রিয়া: শিক্ষা-শিখন প্রক্রিয়া এখানে একমুখী তথ্য সঞ্চালন প্রক্রিয়া হয়ে ওঠে। ফিড্-ব্যাকের সুযোগ এখামে কম। যে সমস্ত পাঠে কোনো কিছু প্রদর্শনের প্রয়োজন সেখানে বেতার কার্যকরী নয়।