ভারতীয় কৃষিতে জলসেচের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো।
উত্তর : ভারতীয় কৃষিতে জলসেচের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সীমাহীন কারণ—
(i) অনিশ্চিত মৌসুমি বৃষ্টিপাত : ভারতে সারা বছর বৃষ্টিপাত হয়। ৭০-৮০ ভাগ বৃষ্টি বর্ষাকালে হয়ে থাকে মৌসুমি বায়ুর জন্য। কিন্তু মৌসুমি বায়ুর আগমন যেমন অনিশ্চিত হয়ে থাকে তেমন অনিয়মিত। কখনও বেশি বৃষ্টিপাতের ফলে বন্যা, আবার কখনও বৃষ্টিহীনতার ফলে খরা বিপুল শস্যহানি ঘটায়। একমাত্র জলসেচ ব্যবস্থার মাধ্যমে এর প্রতিকার সম্ভব।
(ii) আঞ্চলিক বৃষ্টিপাত : ভারতে বৃষ্টিপাত সব জায়গায় সমান হয় না। কোথাও বছরে ৭৫সেমি-এর কম বৃষ্টিপাত হয়। আঞ্চলিক বৃষ্টিপাতের দরুণ রাজস্থান হরিয়ানা গুজরাট প্রভৃতি এলাকায় কৃষিকাজের জন্য জলসেচ প্রয়োজন।
(iii) শীতকালে বৃষ্টিপাত হয় না : কিছু অংশ বাদে প্রায় সমস্ত ভারতে শীতকালে বৃষ্টিপাত হয় না। সুতরাং শীতকালে রবিশস্য চাষ করার জন্য জলসেচ ছাড়া সম্ভব নয়।
(iv) মাটির জলধারণ ক্ষমতার অভাব : দাক্ষিণাত্যের অঞ্চলগুলির মাটির জলধারণ ক্ষমতা কম। জলসেচ ছাড়া ওই সব অঞ্চলে কৃষির উন্নতি সম্ভব নয়।
(v) উচ্চফলনশীল শস্যের চাষ : যে কোন উচ্চফলনশীল শস্যের চাষে জল বেশি প্রয়োজন। জলসেচের মাধ্যমেই পর্যাপ্ত জল সরবরাহ করা যায়।
(vi) বহুফসলি জমির পরিমাণ বাড়ানো : কৃষি উৎপাদন বাড়ানোর আর একটি উপায় হল বছরে তিন চারবার ফসল ফলানো। জলসেচের ব্যবস্থা না থাকলে তা সম্ভব নয়।