দূর্গাপুর লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো।

 উত্তর:  বর্ধমান জেলায় দামোদর নদের নিকট ইস্কন নামে এক ব্রিটিশ সংস্থার সহযোগিতায় গড়ে উঠেছে দূর্গাপুর স্টিল প্ল্যান্ট বা দূর্গাপুর লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র। এটি গড়ে ওঠার পেছনে অনুকূল পরিবেশ হলো :

 (i) কয়লা :-  মাত্র ১১০ কিমির মধ্যে রানিগঞ্জ ও ঝরিয়া কয়লাখনির অবস্থান।

(ii) আকরিক লোহা  :- মাত্র ৩৫০ কিমির মধ্যে রয়েছে বিহারের গুয়া, নোয়ামুন্ডি ও ওড়িশার ।কেন্দ্রপুর জেলার বোলানি লৌহ আকরিক ক্ষেত্র। 

(iii) জল : দামোদর নদ থেকে পর্যাপ্ত জল পাওয়ার সুবিধা রয়েছে।

(iv) বাজার ও বন্দর : ১৬০ কিমির মধ্যে কলকাতা বন্দরের অবস্থান। এছাড়াও ঘনবসতিপূর্ণ পশ্চিমবঙ্গে ইস্পাতের ভালো বাজারও রয়েছে।

(v) চুনাপাথর ও ম্যাঙ্গানিজ : শিল্পকেন্দ্র থেকে মাত্র ৩৭০ কিমির মধ্যে বীর মিত্রপুরের চুনাপাথর জামদা ম্যাঙ্গানিজ ক্ষেত্র অবস্থান করছে।

 (vi) শ্রমিক:  এখানে সুলভ ও দক্ষ স্থানীয় শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে।দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রেলের নানা সরঞ্জাম তৈরিতে বিশিষ্টতা লাভ করেছে। যেমন লোহার স্লিপার, রেলগাড়ির ঢাকা। এখানে কোক চুল্লিতে কয়লা ধৌতাগারও রয়েছে।

Madhymik geography suggestion


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×