দূর্গাপুর লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো।
উত্তর: বর্ধমান জেলায় দামোদর নদের নিকট ইস্কন নামে এক ব্রিটিশ সংস্থার সহযোগিতায় গড়ে উঠেছে দূর্গাপুর স্টিল প্ল্যান্ট বা দূর্গাপুর লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র। এটি গড়ে ওঠার পেছনে অনুকূল পরিবেশ হলো :
(i) কয়লা :- মাত্র ১১০ কিমির মধ্যে রানিগঞ্জ ও ঝরিয়া কয়লাখনির অবস্থান।
(ii) আকরিক লোহা :- মাত্র ৩৫০ কিমির মধ্যে রয়েছে বিহারের গুয়া, নোয়ামুন্ডি ও ওড়িশার ।কেন্দ্রপুর জেলার বোলানি লৌহ আকরিক ক্ষেত্র।
(iii) জল : দামোদর নদ থেকে পর্যাপ্ত জল পাওয়ার সুবিধা রয়েছে।
(iv) বাজার ও বন্দর : ১৬০ কিমির মধ্যে কলকাতা বন্দরের অবস্থান। এছাড়াও ঘনবসতিপূর্ণ পশ্চিমবঙ্গে ইস্পাতের ভালো বাজারও রয়েছে।
(v) চুনাপাথর ও ম্যাঙ্গানিজ : শিল্পকেন্দ্র থেকে মাত্র ৩৭০ কিমির মধ্যে বীর মিত্রপুরের চুনাপাথর জামদা ম্যাঙ্গানিজ ক্ষেত্র অবস্থান করছে।
(vi) শ্রমিক: এখানে সুলভ ও দক্ষ স্থানীয় শ্রমিক পাওয়ার সুবিধা রয়েছে।দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রেলের নানা সরঞ্জাম তৈরিতে বিশিষ্টতা লাভ করেছে। যেমন লোহার স্লিপার, রেলগাড়ির ঢাকা। এখানে কোক চুল্লিতে কয়লা ধৌতাগারও রয়েছে।