গম চাষের অনুকূল ভৌগলিক পরিবেশগুলি আলোচনা

  (A) প্রাকৃতিক পরিবেশ :

(i) জলবায়ু :-  গম প্রধানত নাতিশীতোয় বা উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ভালো হয়। 

(ii) বৃষ্টিপাত :- যে সব অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 50-100 সেমি-এর মতো সেখানেই গম চাষ সম্ভব। আবার 100 সেমির অধিক বৃষ্টিপাত গম চাষের পক্ষে ক্ষতিকর। এই কারণে ভারতে শীতকালে রবিশস্য হিসেবে অধিকাংশ গম চাষ হয়ে থাকে।

 (iii) উষ্ণতা : অঙ্কুরোদগম ও চারা বৃদ্ধির সময় 15° সে থেকে 16° সে উয়তা। ফসল পাকার সময় 18 থেকে 20% সে উষ্ণতা প্রয়োজন।

(iv) মৃত্তিকা :- ভারী-উর্বর দোঁ-আঁশ মৃত্তিকা ও হালকা কাদা মৃত্তিকায় গমের চাষ ভালো হয়। 

(v) ভূমির প্রকৃতি :- গম গাছের গোড়ায় জল দাড়ানো চলবে না। তাই উত্তম জলনিকাশিযুক্ত সামান্য ঢালু বা প্রায় সমতল জমির প্রয়োজন।

(A) আর্থসামাজিক পরিবেশ :

(i) শ্রমিক : নাতিশীতোষ্ব অঞ্চলে গম চাষে কৃষি যন্ত্রপাতি বেশি ব্যবহৃত হওয়ায় শ্রমিক কম লাগে কিন্তু আমাদের দেশে কৃষিকাজ মনুষ্যশ্রম নির্ভরশীল হওয়ায় সুলভ শ্রমিক পাওয়ার সুবিধা থাকা দরকার।

(ii) চাহিদা ও বাজার : স্থায়ী বাজারের সঙ্গে সঙ্গে অন্যত্র এই ফসলের চাহিদা গম চাষের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।

(iii) মূলধন : উন্নত বীজ ক্রয়, সার ও কীটনাশক ক্রয় শ্রমিকদের মজুরি প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়।


PDF Download Now 👉 Click Now

Madhymik geography suggestion



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url