ভারতের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো।

 উত্তর : ধান উৎপাদনের অনুকূল পরিবেশ :- ভারতের প্রধান কৃষিজ ফসল ধান। ধান উৎপাদনের জন্য নিম্নলিখিত অনুকূল পরিবেশ প্রয়োজন।

(A) প্রাকৃতিক পরিবেশ :

(i) জলবায়ু :  ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর উম্ন আর্দ্র পরিবেশে ধানের চাষ হয়।

(ii) উষ্ণতা : ধান চাষের জন্য গড়ে 20°-30° সে উষ্ণতা প্রয়োজন ।

(iii) বৃষ্টিপাত :  ধান চাষের জন্য 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত বাঞ্ছনীয়। ধানের চারা বড়ো হওয়ার সময় প্রতিমাসে গড়ে 12.5 সেমি বৃষ্টিপাত ফসলের পক্ষে খুব ভালো। ধান পাকা ও কাটার সময় শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া প্রয়োজনীয়।

 (iv) মৃত্তিকা :  নদী গঠিত সূক্ষ্ম পলি মৃত্তিকা, দোঁ-আশ ও এঁটেল মাটিতে ধান চাষ ভালো হয়। তবে পলি মৃত্তিকাযুক্ত অঞ্চলে 1-2 মিটার নীচে অপ্রবেশ্য কাদা পাথরের স্তর জমিতে জল দাঁড়াতে পারে এবং ধান চাষের সুবিধা হয়।

(v) ভূমির প্রকৃতি :  ধান হল তৃষ্ণার্ত ফসল। গাছের গোড়ায় জল দাঁড়ানো আবশ্যক। তাই স্বল্প ঢালযুক্ত নীচু জমি ধান চাষের পক্ষে সবচেয়ে আদর্শ ।

(B) আর্থসামাজিক পরিবেশ :

(vi) শ্রমিক : ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি জমিতে চাষের কাজ মনুষ্য শ্রম নির্ভর হওয়ায় জমি তৈরি থেকে বীজ বপন, চারা রোপন, আগাছা নিড়ানো, ফসল তোলা পর্যন্ত প্রচুর সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। 

(vii) চাহিদা ও বাজার : যে অঞ্চলে ধানের চাষ করা হবে মানুষের প্রধান খাদ্যশস্য ধান হওয়া দরকার যাতে ফসলের চাহিদা বা বাজার থাকে।

(viii) অন্যান্য : উচ্চফলনশীল বীজ, সার (জৈব রাসায়নিক কীটনাশক, জলসেচ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি ব্যবহারের সুবিধা পাওয়া গেলে ধানের উৎপাদন বাড়ে। এসবের জন্য প্রচুর মূলধনেরও প্রয়োজন হয়।


PDF Download Now 👉 Click Now

Madhymik geography suggestion


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url