ভারতের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো।
উত্তর : ধান উৎপাদনের অনুকূল পরিবেশ :- ভারতের প্রধান কৃষিজ ফসল ধান। ধান উৎপাদনের জন্য নিম্নলিখিত অনুকূল পরিবেশ প্রয়োজন।
(A) প্রাকৃতিক পরিবেশ :
(i) জলবায়ু : ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর উম্ন আর্দ্র পরিবেশে ধানের চাষ হয়।
(ii) উষ্ণতা : ধান চাষের জন্য গড়ে 20°-30° সে উষ্ণতা প্রয়োজন ।
(iii) বৃষ্টিপাত : ধান চাষের জন্য 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত বাঞ্ছনীয়। ধানের চারা বড়ো হওয়ার সময় প্রতিমাসে গড়ে 12.5 সেমি বৃষ্টিপাত ফসলের পক্ষে খুব ভালো। ধান পাকা ও কাটার সময় শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া প্রয়োজনীয়।
(iv) মৃত্তিকা : নদী গঠিত সূক্ষ্ম পলি মৃত্তিকা, দোঁ-আশ ও এঁটেল মাটিতে ধান চাষ ভালো হয়। তবে পলি মৃত্তিকাযুক্ত অঞ্চলে 1-2 মিটার নীচে অপ্রবেশ্য কাদা পাথরের স্তর জমিতে জল দাঁড়াতে পারে এবং ধান চাষের সুবিধা হয়।
(v) ভূমির প্রকৃতি : ধান হল তৃষ্ণার্ত ফসল। গাছের গোড়ায় জল দাঁড়ানো আবশ্যক। তাই স্বল্প ঢালযুক্ত নীচু জমি ধান চাষের পক্ষে সবচেয়ে আদর্শ ।
(B) আর্থসামাজিক পরিবেশ :
(vi) শ্রমিক : ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি জমিতে চাষের কাজ মনুষ্য শ্রম নির্ভর হওয়ায় জমি তৈরি থেকে বীজ বপন, চারা রোপন, আগাছা নিড়ানো, ফসল তোলা পর্যন্ত প্রচুর সুলভ শ্রমিকের প্রয়োজন হয়।
(vii) চাহিদা ও বাজার : যে অঞ্চলে ধানের চাষ করা হবে মানুষের প্রধান খাদ্যশস্য ধান হওয়া দরকার যাতে ফসলের চাহিদা বা বাজার থাকে।
(viii) অন্যান্য : উচ্চফলনশীল বীজ, সার (জৈব রাসায়নিক কীটনাশক, জলসেচ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি ব্যবহারের সুবিধা পাওয়া গেলে ধানের উৎপাদন বাড়ে। এসবের জন্য প্রচুর মূলধনেরও প্রয়োজন হয়।