ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো।

উত্তর: হিমালয়ের প্রভাব নিম্নরূপ:- 

(1) আক্রমণ থেকে রক্ষা :  হিমালয় পর্বত উত্তরে উঁচু প্রাচীরের মতো দাড়িয়ে থেকে ভারতকে বিদেশি শত্রুর আক্রমণ থেকে প্রাচীনকাল থেকে রক্ষা করছে। বায়ু শীতকালে হিমালয়ে বাধা পাওয়ায়

(2) শীতের তীব্রতা থেকে রক্ষা : সাইবেরিয়ার শীতল ভারতে খুব বেশি ঠান্ডা পড়ে না।

(3) বৃষ্টিপাত :  বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুগরমের সময় হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতীয় উপমহাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।

(4) নদীর জলপ্রাচুর্য : হিমালয় পর্বতমালার বৃষ্টিপাত ও হিমবাহ গলিত জল থেকে সিন্ধু গঙ্গা, তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের মতো চিরপ্রবাহী নদীর সৃষ্টি হয়েছে। 

(5) জলবিদ্যুৎ উৎপাদন :  হিমালয় ও নানা হিমবাহের জলে পুষ্ট খরস্রোতা নদীগুলিতে সারাবছর জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে।

(6) কাঠের জোগান : হিমালয়ের সরলবর্গীয় ও চিরহরিৎ বৃক্ষ কাঠশিল্পে কাঁচামালের জোগান দেয়।

(7) চাষাবাদ ও পশুপালন : হিমালয়ের পার্বত্য ঢালে নানা ভেষজ উদ্ভিদ, চা, ফল ইত্যাদি চাষ করা হয়। এছাড়াও পশুপালনের পাশাপাশি জৈব বৈচিত্র্যের অফুরন্ত ভান্ডার হলো হিমালয়, ফলে জীবন-জীবিকায় হিমালয়ের ব্যাপক প্রভাব রয়েছে।

(৪) পর্যটন : হিমালয়ের সৌন্দর্য বরাবর পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। এখানে অসংখ্য পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং পর্যটনের বিকাশে সহায়তা করছে।

PDF Download Now 👉 Click Here


Madhymik geography suggestion





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url