ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো।

উত্তর: হিমালয়ের প্রভাব নিম্নরূপ:- 

(1) আক্রমণ থেকে রক্ষা :  হিমালয় পর্বত উত্তরে উঁচু প্রাচীরের মতো দাড়িয়ে থেকে ভারতকে বিদেশি শত্রুর আক্রমণ থেকে প্রাচীনকাল থেকে রক্ষা করছে। বায়ু শীতকালে হিমালয়ে বাধা পাওয়ায়

(2) শীতের তীব্রতা থেকে রক্ষা : সাইবেরিয়ার শীতল ভারতে খুব বেশি ঠান্ডা পড়ে না।

(3) বৃষ্টিপাত :  বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুগরমের সময় হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতীয় উপমহাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।

(4) নদীর জলপ্রাচুর্য : হিমালয় পর্বতমালার বৃষ্টিপাত ও হিমবাহ গলিত জল থেকে সিন্ধু গঙ্গা, তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের মতো চিরপ্রবাহী নদীর সৃষ্টি হয়েছে। 

(5) জলবিদ্যুৎ উৎপাদন :  হিমালয় ও নানা হিমবাহের জলে পুষ্ট খরস্রোতা নদীগুলিতে সারাবছর জলবিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে।

(6) কাঠের জোগান : হিমালয়ের সরলবর্গীয় ও চিরহরিৎ বৃক্ষ কাঠশিল্পে কাঁচামালের জোগান দেয়।

(7) চাষাবাদ ও পশুপালন : হিমালয়ের পার্বত্য ঢালে নানা ভেষজ উদ্ভিদ, চা, ফল ইত্যাদি চাষ করা হয়। এছাড়াও পশুপালনের পাশাপাশি জৈব বৈচিত্র্যের অফুরন্ত ভান্ডার হলো হিমালয়, ফলে জীবন-জীবিকায় হিমালয়ের ব্যাপক প্রভাব রয়েছে।

(৪) পর্যটন : হিমালয়ের সৌন্দর্য বরাবর পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। এখানে অসংখ্য পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং পর্যটনের বিকাশে সহায়তা করছে।

PDF Download Now 👉 Click Here


Madhymik geography suggestion





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×