পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ সমূহের সচিত্র বর্ণনা দাও।

 পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ সমূহের সচিত্র বর্ণনা দাও।অথবা,ভূপৃষ্ঠে নিয়ত বায়ুগুলির উৎপত্তি ও গতিপথ বর্ণনা করো।

উত্তর : নিয়ত বায়ু প্রবাহ :- পৃথিবীর বিভিন্ন অংশে ৩টি স্থায়ী নিম্নচাপ ও ৪টি স্থায়ী উচ্চচাপ বলয় আছে। এই উচ্চচাপ বলয়গুলি থেকে নিম্নচাপ বলয়গুলির দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত বায়ুকে বলা হয় নিয়ত বায়ু। নিয়ত বায়ু প্রধানত তিন প্রকার – আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।

আয়ন বায়ু :-  উত্তর ও দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে যে দুটি বায়ু সারা বছর নিয়মিত ভাবে নির্দিষ্ট পথে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাদের বলা হয় আয়ন বায়ু। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডানদিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু নামে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়।

 পশ্চিমা বায়ু :-  কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়দ্বয়ের দিকে প্রবাহিত বায়ু হল পশ্চিমা বায়ু। এই বায়ু ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু নামে প্রবাহিত হয়।

মেরু বায়ু :-  সুমেরু ও কুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু ও কুমের বৃত্তের নিম্নচাপ অঞ্চলের দিকে সারাবছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে মেরু বায়ু বলে। উত্তর গোলার্ধে এই বায়ু উত্তর পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব মেরু বায়ু নামে পরিচিত ।

Madhymik geography suggestion



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×