মুন্ডা বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করো।

উত্তর : আদিবাসী মুন্ডা সম্প্রদায় বিরসা মুন্ডার নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে ১৮৯৯-১৯০০ খ্রিঃ শক্তিশালী বিদ্রোহ শুরু করে।

কারণ :

(1) মুন্ডাদের জমিতে যৌথ মালিকানা প্রথা বাতিল করা।

(2) মুন্ডা সমাজের আইনগুলিকে বাতিল করা।

(3) রাজস্বের হার বৃদ্ধি করা।

(4) জমিদার ও মহাজনদের অত্যাচার। (5) মুন্ডাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা।

বিদ্রোহের সূচনা : বিরসা মুন্ডা মুন্ডা উপজাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা বলেন এবং খাজনা দিতে অস্বীকার করেন। তাঁর দুবছর কারাদন্ড হয়। পরবর্তীকালে বিরসা মুন্ডা নতুন উদ্যমে বিদ্রোহ শুরু করেন। অচিরে তা রাঁচি, চক্রধর পুর বৃন্দ, তামার, কারা, বাসিয়া প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে।

বিদ্রোহের সমাপ্তি :- আধুনিক সজ্জায় সজ্জিত ইংরেজদের সঙ্গে মুন্ডারা প্রবল বিক্রমে লড়াই করেও পরাজিত হয়। বিদ্রোহীদের হত্যা করা হয়। অনেককে গ্রেপ্তার করা হলে বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে।


মুন্ডা বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×