নীল বিদ্রোহের কারণ আলোচনা করো।

  ভূমিকা : ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে নীলচাষিদের উপর নীলকর সাহেবদের অমানবিক অত্যাচার ও নির্মম শোষণের বিরুদ্ধে নীলচাষিদের সংঘবদ্ধ আন্দোলনকে নীল বিদ্রোহ বলে। ১৮৫১ খ্রিঃ এই বিদ্রোহের সূচনা হয়।

নীল বিদ্রোহের কারণঃ নীল বিদ্রোহটি ছিল বিভিন্ন কারণের সম্মিলিত ফল। এই বিদ্রোহের কারণগুলি হল-

(1) নীলকর সাহেবদের অত্যাচার : নীল বিদ্রোহের অন্যতম কারণ ছিল কোন চাষির ইচ্ছার বিরুদ্ধে নীলচাষ করানো। নীলকরদের অত্যাচার, লুণ্ঠন, শোষণ ছিল এই বিদ্রোহের অন্যতম কারণ।

(2) উৎকৃষ্ট জমিতে নীলচাষ করানো : নীলকর সাহেবরা সব সময় কৃষককে উৎকৃষ্ট জমিতে নীলচাষ করিয়ে নিত। কোন কৃষকই তাদের খাদ্যশস্য ছেড়ে ওই উৎকৃষ্ট জমিতে নীল চাষে আগ্রহী ছিল না।

(3) দাদন প্রথা : দাদন শব্দের অর্থ হল অগ্রিম। নীলকর সাহেবরা নীল চাষের জন্য বিঘা প্রতি দুটাকা করে দাদন বা অগ্রিম দেওয়া হত। আর একবার দাদন নিলে শোধ হত না ।

(4) প্রতারণা ও কারচুপি : নীলকররা নীল চাষিদের বিভিন্নভাবে প্রতারিত করত। নীল কেনার সময় নীলের ওজন কম দেখাত কম দামে নীল বিক্রি করতে বাধ্য করত, তাছাড়া জোর করে বিভিন্নভাবে অর্থ আদায় করত।

পঞ্চম আইন : ১৮৩০ খ্রিঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক পঞম আইন পাশ করে ঘোষণা করেন যে কোনো চাষি দাদন নিয়ে চাষ না করলে তা বেআইনি বলে গণ্য হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর ফলে নীল চাষিদের ওপর অত্যাচার অনেক বেড়েছিল।      

নীল বিদ্রোহের কারণ আলোচনা করো।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন
comment url