বাংলার ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও।
তিতুমীরের বারাসাত বিদ্রোহ সম্বন্ধে আলোচনা করো। অথবা বাংলার ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও।
উত্তর:- বাংলায় ওয়াহাবি আন্দোলনের মূল নেতা ছিলেন তিতুমীর । তিতুমীর ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হয়ে ওয়াহাবি আন্দেলন শুরু করেন।
আন্দোলনের সূচনাঃ নীলকর সাহেব ও জমিদারদের দ্বারা আক্রান্ত চাষিদের নিয়ে তিতুমীর বিরাট সৈন্যদল গঠন করেন। ফলে জমিদার ও নীলকর সাহেবরা আতঙ্কিত হয় এবং তিতুমীরের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। তিতুমীর জমিদার রায়ের বাড়ি আক্রমণ করেন এবং তাতে হিন্দু মন্দির ধ্বংস হয় ও অনেকজন পুরোহিতের মৃত্যু হয়।
স্বাধীন বাদশা ঘোষণাঃ তিতুমীর বারাসাত ও বসিরহাটসহ বিশাল অঞ্চলে ইংরেজ শাসন অবলুপ্ত করে নিজেকে স্বাধীন বাদশাহ ঘোষণা করেন। তাঁর প্রধানমন্ত্রী ছিলেন মৈনুদ্দিন এবং সেনাপতি ছিলেন গোলাম মাসুম।নারকেল বেড়িয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা স্থাপন করে সদর দপ্তর প্রতিষ্ঠা করেন। ২৪ পরগণা, নদিয়া, মালদা, ঢাকা, যশোহর, রাজশাহি প্রভৃতি স্থানে বিদ্রোহের প্রসার ঘটে।
আন্দোলনের অবসানঃ জমিদার ও ইংরেজদের মিলিত বাহিনীর কাছে তিতুমীরের পরাজয় ঘটলে আন্দোলনের অবসান ঘটে।
আন্দোলনের গুরুত্বঃ ব্রিটিশ সরকার কর্তৃক হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি, গণশাসন প্রতিষ্ঠার উপযোগী রাজনৈতিক আদর্শের অভাব, অস্ত্রশাস্ত্রের অভাব, কর্মপদ্ধতিতে ত্রুটি এবং ইংরেজদের উন্নত আগ্নেয়াস্ত্র ও সামরিক শক্তির প্রয়োগের কারণে এই বিদ্রোহ আপাত ব্যর্থ হলেও পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের জমি তৈরির ক্ষেত্রের এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম।