বিবর্তন এর স্বপক্ষে ডারউইনের মতবাদ সম্পর্কে যা জানো লেখ? Mdhyamik life science .

 বিবর্তন এর স্বপক্ষে ডারউইনের মতবাদ

1.অত্যাধিকহারে বংশবৃদ্ধি

ডারউইনের মতে অত্যধিক হারে বংশ বৃদ্ধি করায় জীবের বৈশিষ্ট্য কিন্তু খাদ্য বাসস্থান প্রভৃতির সীমিত যোগানের ফর এ সমস্ত জীব বাঁচতে পারে না প্রকৃতির প্রতিকূল অবস্থা এর জন্য দায়ী।

2.জীবন সংগ্রাম

জীব তার নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যায় তাকেই জীবন সংগ্রাম বলে, সীমিত খাদ্য ও বাসস্থানের কারণে তাদের প্রতিনিধিতে এই প্রতিযোগিতা চালিয়ে যেতে হয় এবং এর ফলে যে প্রতিদ্বন্ধিতার সৃষ্টি হয় তাকে জীবন সংগ্রাম বলা হয় ।

জীবন সংগ্রাম আবার তিন ধরনের

১l আন্তঃপ্রজাতি সংগ্রাম(নিজ প্রজাতিভুক্ত জীবের ভেতর)

২l আন্তঃপ্রজাতি সংগ্রাম (ভিন্ন প্রজাতিভুক্ত জীবের ভেতর ) এবং

৩l প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম

3. প্রকরণ বা ভেরিয়েশন

ডারউইনের মতে পৃথিবীতে যেকোনো দুটি জীব কখনোই অভিকল একই রকমের হতে পারে না, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকবে এই পার্থক্যকে এভিয়েশন বা প্রকরণ বা পরিবৃত্তি বলে অনুকূল পরিবেশ জীবন সংগ্রামে জীবকে সাহায্য করে।



4. প্রাকৃতিক নির্বাচন

প্রাকৃতিক নির্বাচন বলতে বোঝায় প্রকৃতিকে বল উপযুক্ত জীবকেই বাঁচার অধিকার দেয় অর্থাৎ প্রকৃতির দ্বারা জীবজগতের উপযুক্ত জীবের নির্বাচনকেই প্রাকৃতিক নির্বাচন বলে।

7.যোগ্যতমের উদ্বর্তন

এই প্রসঙ্গে বলা যায় অনুকূল প্রকরণ সম্বন্ধিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে জীবন সংগ্রামে বেঁচে থাকে পক্ষান্তরে প্রতিকুল প্রকরণ সম্বন্ধিত জীবেরা প্রকৃতির দ্বারা অযোগ্য বিবেচিত হওয়ায় বিলুপ্ত হয় ,এক্ষেত্রে প্রাকৃতিক নির্বাচনের মতো কাজ করে ফলে সর্বাপেক্ষা উন্নত ও যোগ্য জীবেরা বেঁচে থাকে এবং অধিক মাত্রায় বংশবিস্তার করে একে যোগ্যতমের উদবর্তন বলে।

6. হেরিডিটি বা বংশগতি

প্রাকৃতিক নির্বাচনের যোগ্যতমের উদবর্তন এর ফলে সমস্ত অনুকূল প্রকরণ অধিকতর প্রাধান্য পায় এবং বংশ পরস্পরায় প্রবাহিত হয়।

7. নতুন প্রজাতির উৎপত্তি

একটি বিশেষ জীব গোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণ গুলি পুঞ্জিভূত হওয়ায় পূর্বপুরুষ ও উত্তর পুরুষের মধ্যে অনেক বেশি বইসা পার্থক্য দেখা দেয় এর ফলে কালক্রমে একটি নতুন প্রজাতির উৎপত্তি ঘটে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×