সমুদ্রস্রোতের প্রভাব গুলি আলোচনা করো? Madhymik Geography 2022.

 সমুদ্রস্রোতের প্রভাব গুলি হল:- 

1. উষ্ণ সমুদ্র স্রোত এর প্রভাব:-

উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে কোন স্থানের বা অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পায়। নাতিশীতোষ্ণ মন্ডল বা হিমমণ্ডলের শীতল অঞ্চলে শীতকালে সমুদ্রের জল জমে বরফ হয়ে যায়। ওই অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে শীতকালেও বরফ জমাতে পারে না। এর ফলে বন্দর গুলির সারাবছর ব্যবহার করার সুবিধা হয়।

2. শীতল সমুদ্র স্রোতের প্রভাব:- 

শীতল সমুদ্র স্রোতের প্রভাবে কোন স্থানের বা অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায়। উচ্চ অক্ষাংশ থেকে প্রবাহিত শীতল স্রোত উষ্ণমন্ডল শৈত্য এবং ভাসমান হিমশৈল নিয়ে আসে।

3. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব:- 

সমুদ্র স্রোতের অনুকূলে নৌকা জাহাজ প্রভৃতি চলাচলের সুবিধা হয়। তবে শীতল সমুদ্রস্রোত অপেক্ষা উষ্ণ সমুদ্র স্রোত এর নৌকা চলাচলের সুবিধা বেশি। উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের অনুকূলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে। শীতল স্রোতের গতি পথে তীব্র শীত ও হিমশৈলের অবস্থানের জন্য জাহাজ চলাচলের অসুবিধা দেখা যায়।

4. আবহাওয়ার ওপর প্রভাব:- 

উষ্ণ সমুদ্র স্রোতের উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে তার প্রচুর পরিমাণে জলীয়বাষ্প সংগ্রহ করে। এই উষ্ণ বায়ুর প্রভাবে উপকূল অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।

অপরদিকে শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে শুষ্ক প্রবাহিত বায়ুর ফলে বৃষ্টিপাত ঘটায় না মাঝেমাঝে তুষারপাত ঘটায়।

5. কুয়াশা ও ঝড়ঝঞ্জা সৃষ্টি:- 

উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে অল্প স্থান ব্যাপী উষ্ণতর ব্যাপক পরিবর্তন দেখা যায়। এই অঞ্চলে ঘন কুয়াশা ও ঘূর্ণবাত সৃষ্টির ফলে প্রবল ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। জাহাজ বা বিমান চলাচলের অসুবিধা দেখা যায়।

সমুদ্রস্রোতের প্রভাব


6. সমুদ্রের অগভীর মগ্নচড়ার সৃষ্টি:- 

উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতের সঙ্গে বাহিত প্রচন্ড প্রচন্ড উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায়। হিমশৈলের মধ্যে অবস্থিত বিভিন্ন নুরি, কাকর, বালি প্রভৃতি এর ফলে সমুদ্রের সঞ্চিত হয় ও একসময় উঁচু হয়ে অগভীর মগ্নচড়ার সৃষ্টি করে।

যেমন- নিউফাউন্ডল্যান্ড উপকূলে গ্র্যান্ড ব্যাংক, সেবল ব্যাংক; ব্রিটিশ দ্বীপপুঞ্জ উপকূলে ডগার্স ব্যাঙ্ক মগ্নচড়ার প্রকৃষ্ট উদাহরণ।

7. মাছ আহরণ ও মাছ ব্যবসার সুবিধা:- 

অগভীর মগ্নচড়া গুলিতে প্রচুর পরিমাণে প্লাংটন  জন্মায় ও বংশ বিস্তার করে। এইসব প্লাংটন মাছের অতি প্রিয় খাদ্য। তাই মগ্নচড়া গুলি পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। নিউফাউন্ডল্যান্ড এর উপকূল ও জাপান উপকূলে পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয়।

8. হিমশৈলের আঘাতে বিপদ:- 

শীতল সমুদ্র স্রোতের সঙ্গে যেসব হিমশৈল ভেসে আসে সেগুলো জন্য জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হয়। অনেক সময় হিমশৈলের সঙ্গে ধাক্কা খেলে জাহাজডুবি হয়। উদাহরণ- বিখ্যাত টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রাতেই হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গিয়েছিল।


আর ও পড়ুন ঃ সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি উল্লেখ করো?

                      : আসল কৃষক চিহ্নিত করতে ব্যর্থ সরকার। ফায়দা তোলে জমির মালিক।






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×