সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি উল্লেখ করো?Madhymik Geography 2022.

 সমুদ্রস্রোত সৃষ্টির কারণ গুলি হল:-

1. নিয়ত বায়ুপ্রবাহ:-

নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু প্রবাহ অনুযায়ী প্রধান প্রধান সমুদ্র স্রোত গুলির সৃষ্টি হয়।

2. পৃথিবীর আবর্তন গতি:- 

পৃথিবীর আবর্তন গতির ফলে ফেরেলের সূত্র অনুসারে বায়ুপ্রবাহের মত সমুদ্র জল ও উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এর ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়।

সমুদ্রস্রোতের কারণ


3. সমুদ্র জলের লবনতার পার্থক্য:- 

সমুদ্র জলের লবনতা পরিমাণ সর্বত্র সমান নয়। অধিক লবণাক্ত জলের ঘনত্ব বেশি ভারী বলে তার ঘনত্ব ও বেশি হয়। বেশি ঘনত্বের জল কম ঘনত্বের দিকে প্রবাহিত হয় ও সমুদ্র স্রোতের সৃষ্টি করে।

4. বিভিন্ন সমুদ্র স্রোতের মিলনস্থল:-

 বিভিন্ন সমুদ্র স্রোতের মিলনস্থলে জলরাশি কিছু অংশে নিচের দিকে নেমে যায় এর ফলে সমুদ্র স্রোত কিছুটা নিয়ন্ত্রিত হয়।

5. মেরু অঞ্চলের সমুদ্রের বরফের গলন:- 

মেরু অঞ্চলের সমুদ্রের বরফ কিছু পরিমাণে গলে জলরাশি স্ফীত হয় ও সমুদ্র জলের লবনতা পরিমাণ হ্রাস পায়। এর ফলে সমুদ্রস্রোত সৃষ্টি হয়।

6. ভূখণ্ডের অবস্থা:- 

সমুদ্রস্রোতের প্রভাব পথে কোন মহাদেশ ,দ্বীপ প্রভৃতি ভূখণ্ড অবস্থান করলে সমুদ্রস্রোত তাতে বাধা পেয়ে দিক ও গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় ।অনেক সময় এর প্রভাবে সমুদ্রস্রোত একাধিক শাখায় বিভক্ত হয়।

7. সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য:- উষ্ণ মন্ডলের সমুদ্রের জল বেশি উষ্ণ বলে তা জলের উপরের অংশ দিয়ে পৃষ্ঠ প্রবাহ  বা বহি স্রোত রূপে মেরু অঞ্চল বা শীত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। উষ্ণ মন্ডলের জলের এই অভাব পূরণ করার জন্য মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী জল জলের নিচের অংশ দিয়ে অন্তঃপ্রবাহ বা অন্ত স্রোত উষ্ণ মন্ডলের দিকে প্রবাহিত হয়। এভাবে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের সৃষ্টি হয়।

আর ও পড়ুন ঃ সমুদ্রস্রোতের প্রভাব গুলি আলোচনা করো?

Next Post
No Comment
Add Comment
comment url
×