বাংলার মুদ্রণের ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
ভূমিকাঃ
ছাপাখানা প্রতিষ্ঠার সূত্র ধরে ব্যবসায়িক সম্ভবনা উজ্জ্বল হয়ে ওঠে। এজন্য বাংলায় নতুন নতুন ছাপাখানা গড়ে উঠল। এক শ্রেণির শিক্ষিত বাঙালি মুদ্রণ শিল্পকে পেশা হিসাবে বাছতে উদ্যোগী হয়।
অনারেবল কোম্পানিজ প্রেস:
১৭৮১ সালে উইলকিনস কলকাতায় অনারেবল কোম্পানিজ প্রেস গড়ে তোলেন। এটি ছিল কলকাতার সব থেকে ব্যস্ত ছাপাখানা।
শ্রীরামপুর মিশন প্রেস:
১৮০০ সালে শ্রীরামপুরে কেরি, মাশ ও ওয়াড শ্রীরামপুর মিশন প্রেস স্থাপন করেন। এটি ছিল এশিয়ার বৃহত্তম ছাপাখানা।
গঙ্গাকিশোর ভট্টাচার্য:
গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা। প্রথম সচিত্র বাংলা বই "অন্নদামঙ্গল" তিনি প্রকাশ করেন।
ইস্টার্ন হোপ প্রেসঃ
১৮৪০ সালে ঈশ্বরী প্রসাদ বসু স্থাপন করেন। এখান থেকে 'বামাবোধিনী' পত্রিকা ছাপা হত।
গুপ্ত প্রেসঃ
১৮৬১ সালে দুর্গাচরণ গুপ্ত প্রতিষ্ঠা করেন গুপ্ত প্রেস এখানে ছাপা পঞ্জিকা আজও সকলের ঘরে ঘরে সমাদৃত।
বি. পি. এমস প্রেস:
বরদা প্রসাদ মজুমদার গড়ে তোলেন এই ছাপাখানা। তিনি জমিদারি ছেড়ে দিয়ে 'নোটবই'-এর ব্যবসা শুরু করেন। অন্য বাঙালিদের মধ্যে বেনীমাধব দে, মথুরা নাথ তর্করত্ন প্রমুখ উল্লেখযোগ্য।