টিকা লেখো:চার্লস উডের ডেসপ্যাচ। অথবা, চার্লস উডের প্রতিবেদনগুলি লেখো।
ভূমিকা:
ভারতে শিক্ষা ব্যবস্থার সংগঠন ও প্রসার। বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে একটি নির্দেশনামা পাঠান (১৯ জুলাই, ১৮৫৪ খ্রি.)। এই নির্দেশনামা উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন নামে খ্যাত।
চার্লস উডের প্রতিবেদন:
(১) সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য একটি জনশিক্ষা অধিকর্তার দপ্তর গঠন করা।
(২) প্রেসিডেন্সি শহরগুলিকে (কলকাতা, মুম্বাই, চেন্নাই) লন্ডনের ধাঁচে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
(৩) সরকারি মডেল স্কুলগুলির সংখ্যা বৃদ্ধি করা।
(৪) মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও স্ত্রী শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া।
(৫) দেশীয় বিদ্যালয়গুলির উন্নতি সাধন করা।
ফলাফল:
(১) ১৮৫৫ খ্রি. বড়োলাট লর্ড ডালহৌসি বাংলা, বোম্বাই, পাঞ্জাব প্রভৃতি প্রদেশে শিক্ষাদপ্তর প্রতিষ্ঠা করেন।
(২) ১৮৮২ খ্রি. সারা ভারতে সরকারি বিদ্যালয়ের সংখ্যা ছিল ১৩৬৩টি।
গুরুত্ব:
সরকারি বেসরকারি বহু স্কুল প্রতিষ্ঠিত হয় কলকাতা, বোম্বাই, মাদ্রাজ তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।।