টিকা লেখো: ডেভিড হেয়ার। অথবা,পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের উদ্যোগ সম্পর্কে লেখো।

 টিকা লেখো: ডেভিড হেয়ার। অথবা,পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের উদ্যোগ সম্পর্কে লেখো। অথবা, ভারতে শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো। 

ভূমিকা: 

ডেভিড হেয়ার ছিলেন স্কটল্যান্ডের একজন ঘড়ি ব্যবসায়ী। স্কটল্যান্ড থেকে এসে ভারতে কলকাতায় বসেন আর দেশে ফিরে যাননি তিনি।

শিক্ষাবিস্তারে তাঁর অবদানঃ

 হিন্দু কলেজঃ

 ১৮১৭ খ্রি. হিন্দু কলেজ ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন। ডেভিড হেয়ার পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। রাজা রামমোহন রায় তাঁকে সহযোগিতা করেন। এই বিষয়ে কলকাতার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে সাহায্য করেন।

বইপ্রকাশ:

 ডেভিড হেয়ার ইংরেজি ও ভারতীয় ভাষায় বই প্রকাশ করে সহজ করেন। ক্যালকাটা স্কুলবুক সোসাইটি প্রতিষ্ঠা: ১৮১৮ খ্রি. ডেভিড হেয়ার-এর সাহায্যে ক্যালকাটা স্কুলবুক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

ক্যালকাটা স্কুলবুক সোসাইটির উদ্দেশ্য:

(১) কলকাতার আশেপাশের স্কুলগুলিকে উন্নত করা।

(২) অনেক জায়গায় নতুন স্কুল স্থাপন।

 মূল্যায়ণ:

 সমাজ হিতৈষী ডেভিড হেয়ার নিঃস্বার্থ ও আন্তরিকভাবে এদেশে শিক্ষার প্রসারে অক্লান্তভাবে সক্রিয় ভূমিকা পালন করেন। মানব কল্যাণে নিজেকে যাবতীয় অর্থ ব্যয় করে জীবনের শেষদিকে তিনি ঋণগ্রস্থ হয়ে পড়েন। ডেভিড হেয়ার কলেরায় আক্রান্ত হয়ে ১৮৪২ খ্রি. ১ জুন মৃত্যুবরণ করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×