1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে কী কী সুপারিশের কথা বলা হয়েছে ?

 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতিতে “ অপারেশন ব্ল্যাক বোর্ড ” ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে ? 

উত্তর- দেশের সকল চিন্তাশীল ব্যক্তির সহমতের ভিত্তিতে একটি নতুন জাতী শিক্ষানীতি 1986 খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয় । এই শিক্ষানীতির দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল—    ( ক) “ অপারেশন ব্ল্যাক বোর্ড ” ও ( খ) “ নবোদয় বিদ্যালয় ” ।

অপারেশন ব্ল্যাক বোর্ড ” 

শিক্ষার দ্রুত এবং সর্বাত্মক সাফল্যের চেষ্টার জাতীয় শিক্ষানীতি 1986 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষার মানের উন্নতি ঘটাতে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি রচিত হয়েছে ।এই পরিকল্পনা অনুসারে প্রতিটি প্রাথমিক স্কুলে থাকবে প্রশস্ত দুটি কামরার পাকা বাড়ি দুজন শিক্ষক তার মধ্য একজন মহিলা ক্রমে অবশ্য প্রতি শ্রেণিতে একজন শিক্ষক থাকবেন । এ ছাড়া ব্ল্যাকবোর্ড , চক , ডাস্টার , ম্যাপ , চার্ট , শিশুদের খেলার উপযোগী সামগ্রী খেলার মাঠে , টেপরেকর্ডার প্রভৃতি সরঞ্জাম থাকবে ।এই কর্মসূচিতে বলা হয়েছে---

 1. এই কাজের জন্য প্রতি বিদ্যালয়ের প্রারম্ভিক ব্যয় হবে এক লক্ষ টাকা । ক্রমশ অপারেশন ব্ল্যাকবোর্ডের জন্য ব্যয় ভার রাজ্য সরকারগুলিকে বহন করতে হবে । 

2. কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা দেশে 48 টি অ্যাকাডেমিক স্টাফ কলেজ স্থাপনের কথা ঘোষণা করা হয় । 

3. প্রথামুক্ত শিক্ষাকেন্দ্র স্থাপন ও বর্তমান কেন্দ্রগুলির উন্নতি ঘটাতে পারে । 

4. দূর শিক্ষার প্রসারের জন্য শিক্ষা চ্যানেলের মাধ্যমে দূরদর্শনে আঞ্চলিক ভাষার শিক্ষাদান প্রক্রিয়া আরম্ভ করার কথা বলা হয় । 

5. সীমিত সংখ্যক বিদ্যালয়ে কম্পিউটার সরবরাহ করা হয়েছে এবং তিনজন করে এবং শিক্ষককে কম্পিউটার সাক্ষর করে তোলার জন্য বলা হয়েছে । 


" নবোদয় বিদ্যালয় " 

1 একুশ শতকে প্রবেশকারী নাগরিকদের জন্য জাতীয় শিক্ষানীতি পরিকাঠামোর একটি অন্যতম দিক হল জেলায় জেলায় মডেল স্কুল স্থাপন । প্রস্তাবিত মডেল স্কুলগুলির নতুন নামকরণ করা হয়েছে । নবোদয় বিদ্যালয় । এই বিদ্যালয়গুলির উদ্দেশ্য ছিল মাধ্যমিক শিক্ষায় সংখ্যাগত মান অপেক্ষা গুণগত মান বৃদ্ধি করা । দেশের মেধা সম্পন্ন শিক্ষার্থী উন্নত মানের মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত হওয়া ছিল মূল লক্ষ্য । 

নবোদয় বিদ্যালয়গুলি সম্পর্কে সুপারিশ : 

1.প্রস্তাবিত মডেল স্কুল শিক্ষার মাধ্যমে শিক্ষা হবে একই সঙ্গে হিন্দি ও ইংরেজি । আর অহিন্দি ভাষী এলাকাগুলিতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে তৃতীয় ভাষা হিসেবে । 

2.এই মডেল স্কুলগুলি হবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন পরিচালিত বিদ্যালয়গুলির আদর্শ অনুযায়ী ।

 3.এই স্কুলগুলিতে সবচেয়ে মেধাবী ছাত্রদের গুণগত শিক্ষা দেওয়া হবে । 

4. ধনী দরিদ্র নির্বিশেষে সবছাত্রই মেধার ভিত্তিতে এসব স্কুলে সুযোগ পাবে । সমাজের অনুন্নত শ্রেণির ছাত্ররাও মেধার ভিত্তিতে এসব স্কুলে ভরতি হতে পারবে । 

5.এই বিদ্যালয়গুলিতে সহশিক্ষার ব্যবস্থা থাকবে এবং এই বিদ্যালয়গুলিতে ব্যয় বহুল শিক্ষা উপকরণের মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে ।

 6. এই বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে এবং আবাসিক হবে। 

7. কলা , বিজ্ঞান , অঙ্ক , সমাজবিদ্যা , শারীর শিক্ষা , উৎপাদনাত্মক কাজ ইত্যাদি থাকবে পাঠক্রমে । 

এই গুরুত্বপূর্ণ বিদ্যালয়গুলি অন্যন্য বিদ্যালয়ের কাছে হয়ে উঠবে পথ প্রদর্শক

 

Class 12 Education

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×