হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি লেখ?

হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি লেখ?

 হিমবাহের ক্ষয়কার্যের ফলে নানা ধরনের ভূমিরূপ গঠিত হয়। এগুলি হল- 

1. করি বা সার্ক:- হিমবাহ ও তার সঙ্গে বাহিত শিলাখণ্ডের ঘর্ষণের হিমবাহ উপত্যকা একদিকে ক্ষয় পেয়ে খুব খাড়া হয় এবং মধ্যবর্তী অংশে গর্তের মত গভীর হয়ে অনেকটা হাতল ছাড়া ডেক চেয়ার এর মত দেখতে হয়,একে স্কটল্যান্ডে ভাষায় করি এবং ফরাসি ভাষায় সার্ক বলে।

2. অ্যারেট বা হিমশিরা:- দুটি করি পাশাপাশি গঠিত হলে তাদের মধ্যবর্তী খাড়া পর্বত প্রাচীরটি ক্ষয়প্রাপ্ত ও সংকীর্ণ হয়ে শিরার আকারের অবস্থান করে এদের অ্যারেট বা হিমশীরা বলে।

3. পিরামিড চূড়া:- কোন পর্বত শৃঙ্গের চারদিকে তিন-চারটি করি পাশাপাশি অবস্থান করলে ক্ষয়ের ফলে ওই পর্বত শৃঙ্গ কে অনেকটা পিরামিডের মতো দেখায়। একে পিরামিড চূড়া বলে। আল্পস পর্বতের এরূপ পিরামিড চূড়া কে হর্ন বলে।

4.  হিমখাত বা 'U' আকৃতির উপত্যকা:- হিমবাহ কোন নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হলে হিমবাহ ও নদী একই সঙ্গে ক্ষয়কার্যের ফলে হিমবাহ ও উপত্যকা দেখতে ইংরেজি 'U' অক্ষরের মত হয়ে থাকে।



5. ঝুলন্ত উপত্যকা:- একটি প্রধান নদীতে যেমন অনেকগুলি উপনদী মেশে তেমনি প্রধান হিমবাহের সাথে ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়। ছোট হিমবাহের উপত্যকার অপেক্ষা প্রধান হিমবাহের উপত্যকার অনেক বৃহৎ ও সুগভীর হয়। এরূপ অবস্থায় মনে হয় ছোট হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলে রয়েছে একে বলে ঝুলন্ত উপত্যকা।

বদ্রীনাথ এর নিকট ঋষি গঙ্গা ঝুলন্ত উপত্যকার, লাদাখের পার্কচাক ঝুলন্ত উপত্যকা উদাহরণ।

6. রসে মতানে:- হিমবাহ প্রবাহ পথে কোন উচুঁ ঢিবি থাকলে ঢিলার হিমবাহ প্রবাহের দিকের অংশ অবঘর্ষ প্রক্রিয়া মসৃণ হয় এবং বিপরীত অংশে উৎপাদন প্রক্রিয়ায় অসমতল হয় এরূপ ভূমিরূপ হল রসে মতানে। কাশ্মীরে লিডার উপত্যকায় এরূপ ভূমিরূপ রয়েছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×