টীকা লেখো-'ব্যাপক অর্থে শিক্ষা'।
টীকা লেখো-'ব্যাপক অর্থে শিক্ষা'।অথবা, শিক্ষার ব্যাপক অর্থ বলতে কী বোঝ তা সংক্ষেপে লেখো। অথবা, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
ব্যাপক অর্থে শিক্ষা: ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো প্রাতিষ্ঠানিক পুথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না। বরং এটি সমাজের জীবনধারার সাথে সম্পর্কযুক্ত। এই শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি হল-
জীবনব্যাপী প্রক্রিয়া: শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই শিক্ষা শুরু হয় এবং আমৃত্যু চলতে থাকে।
বাস্তব অভিজ্ঞতাভিত্তিক স্থায়ী প্রক্রিয়া: এই শিক্ষা শিক্ষার্থীর বাস্তবজীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থী নিজে বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করে। ফলে এই শিক্ষা শিক্ষার্থীর মধ্যে স্থায়ী হয়।
অভিযোজনমূলক প্রক্রিয়া: শিক্ষা শিক্ষার্থীকে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সাথে অভিযোজন করতে সাহায্য করে।
ক্রমবিকাশমূলক প্রক্রিয়া: শিক্ষা শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির সামঞ্জস্যপূর্ণ ক্রমবিকাশে সাহায্য করে।
বহুমুখী উপায়: ব্যাপক অর্থে শিক্ষা প্রথাগত শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। অপ্রথাগত এবং প্রথা-বহির্ভূত শিক্ষাও এর অন্তর্ভুক্ত।
ওপরের বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে বলা যায়, ব্যাপক অর্থে শিক্ষা হল জীবনব্যাপী এক প্রক্রিয়া যা ব্যক্তিকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনে ও পরিবর্তনশীল পরিবেশের সাথে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে এবং সমাজের বিভিন্ন দায়িত্ব পালনের উপযোগী ক'রে তোলে।
