1 টি রচনা থেকে 100 রচনা লেখার কৌশল। জীবনী রচনা PDF সহ। বাংলা রচনা।
আজকের পোস্টে জীবনীমূলক রচনা লেখার কৌশল নিয়ে আলোচনা করেছি। যারা উচ্চ মাধ্যমিক পরিক্ষা এবছর দেবে তাদের জন্য আজকের পোস্টি অনেক গুরুত্বপূর্ণ।কেননা উচ্চ মাধ্যমিক বাংলাতে একটি 10 নাম্বারের জীবনি মূলক রচনা লেখার সুযোগ রয়েছে। নিচে দেওয়া পিডিএফ টি মুখস্ত করলে যেকোনো জীবনীমূলক রচনা আপনি অনায়াসে লিখতে পারবে। তবে কিছু কথা ভালো করে জেনে নাও, তা না হলে মোটেও লিখতে পারবে না।
পিডিএফ থেকে রচনার লেখার উপায়
নিম্নে যে পিডিএফ টি দিয়েছি সেটি একটি সাহিত্যিকের (সৈয়দ মুজতবা আলি) জীবনি নিয়ে লেখা। পিডিএফ টিতে লক্ষ্য করলে দেখতে পাবে কিছু কিছু জায়গায় লাল রংয়ের লেখা রয়েছে। আপনি যখন এই রচনা দিয়ে অন্য রচনা লিখবে কেবলমাত্র ওই লাল রংয়ের লেখা গুলি পরিবর্তন করতে হবে। ভয় পাবার কোনো দরকার নেয়, কেননা লাল রংয়ের লেখাগুলি তোমাদের প্রশ্নে পত্রে উল্লেখ করা থাকবে, সেখান থেকে লেখাগুলি কপি করতে হবে।
কোন কোন লেখা পরিবর্তন করবে
যেমন মনে কর সাহিত্যিক লেখাটি লাল রংয়ের লেখা হয়েছে, এখন এটার পরিবর্তে আমি বিজ্ঞানী, ক্রিকেটার, ঔপন্যাসিক, ফুটবলার, প্রবন্ধকার,স্বাধীনতা সংগ্রামী ইত্যাদি লিখতে পারি। যেখানে মুজতবা আলির মা বাবার নাম রয়েছে সেখানে অন্য যেকোনো ব্যক্তির মা বাবার নাম লিখে দিতে পারবে। যদি একান্ত খুব অসুবিধা হয় আমাদের ফেসবুক পেজে গিয়ে ম্যাসেজ করতে।নিচে যে রচনাটি উল্লেখ করেছি এটি 2022 সালে উচ্চ মাধ্যমিক বাংলা পরিক্ষা তে এসেছিল। আপনি চাইলে সেই প্রশ্নটি পড়ে দেখে নেবে কোন কোন জায়গাতে কীভাবে পয়েন্ট গুলি উল্লেখ করেছি। নিম্ন লিখিত ব্যক্তিদের জীবনী লিখতে পারবেন -
বাংলা রচনা লিখুন
উপন্যাসিক - শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ইত্যাদি
সাহিত্যিক - রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলি, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, সত্যেন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া ইত্যাদি
স্বাধীনতা সংগ্রামী - নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, মাতঙ্গিনী হাজরা,ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, ভগত সিং, রাজগুরু, চন্দ্র শেখর আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, ইত্যাদি
বিজ্ঞানী - সত্যেন্দ্রনাথ বসু, হোমি জাহাঙ্গীর ভাবা, আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, সিভি রমন, প্রশান্ত মহলানবিশ , এ.পি.জে আব্দুল কালাম ইত্যাদি।
ক্রিকেটের - বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব, সুনিল গাভাস্কার, রোহিত শর্মা, অনিল কুম্বলে, শচীন তেন্ডুলকর, জাহির খান, যুবরাজ সিং, রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী ইত্যাদি
এছারা অমর্ত্য সেন, মহাশ্বেতা দেবী ইত্যাদি
জীবনীমূলক রচনার পিডিএফ