টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের জনজীবন বিষয়ে প্রতিবেদন রচনা করো।
উ.: নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৭ জুন : টানা তিনদিন অবিরাম বৃষ্টিপাতে কলকাতার মানুষ। বিপর্যস্ত। গত ২৪ জুন থেকে বজ্রপাতে কলকাতার মানুষ বিপর্যস্ত। গত ২৪ জুন থেকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এরফলে বেশ কিছু পুরানো বাড়িতে ফাটল দেখা গিয়েছে। টানা বৃষ্টির জেরে যানবাহন চলাচলেও সমস্যা দেখা গিয়েছে। রাস্তাঘাট প্রায় জলমগ্ন। ফলে এলাকার মানুষরা অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন। ফুটপাতবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। জল নিকাশি ব্যবস্থার মাধ্যমে দ্রুত সমাধান করে পৌরসভার উদ্যোগ প্রশংসনীয়। যদিও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় আবার ভারী বর্ষণের সম্ভাবনা আছে।