তোমাদের বিদ্যালয়ে পালিত বিজ্ঞান প্রদর্শনী সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।

 লাভপুর যাদবলাল উচ্চ বিদ্যালয়ে পালিত হল বিজ্ঞান প্রদর্শনী । 

নিজস্ব সংবাদদাতা, লাভপুর, ১৯ জুন : জেলা মাধ্যমিক শিক্ষা দফতরের উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনী হয়ে গেল লাভপুরে। লাভপুর যাদবলাল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ৭১টি মাধ্যমিক স্কুলের পড়ুয়ারা যোগ দেয়। ছাত্রছাত্রীদের নিজের হাতে গড়া বিজ্ঞানের নানা মডেল প্রদর্শনীটিকে অনন্য মাত্রা দান করে প্রদর্শনীতে নানা বৈজ্ঞানিক মডেলের পাশাপাশি দেখানো হয় মজার গণিত সহ গ্যালিলিও এবং শচীনের বায়োপিক। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

 প্রদর্শনী উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল ব্যাপক। অনুষ্ঠানে বীরভূম মাধ্যমিক শিক্ষা দফতরের জেলা আহ্বায়ক অনুপ সরকার বলেন, “স্কুল পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ানোর জন্য আমরা এর আগেও লাভপুরে বিজ্ঞান মেলা করেছি। এই প্রদর্শনী ছাত্রছাত্রীদের আরও উৎসাহিত করবে।”

সমস্ত প্রতিবেদন পিডিএফ পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন:




 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×