উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023.
H.S EDUCATION SUGGETION - 2023
3. এর দাগে মোট তিনটি প্রশ্ন আসবে এবং দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতি প্রশ্নের মান- ৪
1. সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোন চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখ।
2.মূখ,বধির ও অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা কর
3.প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যা গুলি কি কি?
4. নারী শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা গুলি কি কি?
4. এর দাগে মোট তিনটি প্রশ্ন আসবে এবং দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতি প্রশ্নের মান- ৪
1." মানুষ হয়ে ওঠার শিক্ষা"- এর উদ্দেশ্যে পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর?
2.শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অথবা ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে লেখ?
3.কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয় এর ভূমিকা আলোচনা করো?
4.জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্যে পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখ?
5. এর দাগে মোট তিনটি প্রশ্ন আসবে এবং দুটি প্রশ্নের উত্তর করতে হবে । প্রতি প্রশ্নের মান - ৮
1. ক্ষমতা কাকে বলে? থাস্টোনের বহু উপাদান তত্ত্বটি ছবিসহ আলোচনা করো?
2.থর্নডাইকে শিখনের সূত্র গুলি কি কি তা লেখ এবং শিক্ষা ক্ষেত্রে এর একটি গুরুত্ব লেখ?
3. শিখন ও পরিণমনের সম্পর্ক কি? শিখনের ক্ষেত্রে প্রেষণা এর ভূমিকা লেখ?
4. প্রাচীন অনুবর্তন কি? শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো? অপনিবর্তন কাকে বলে?
5. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে? মিন , মিডিয়াম ও মোড এর সংজ্ঞা দাও?
6. এর দাগে মোট তিনটি প্রশ্ন পড়বে এবং দুটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতি প্রশ্নের মান - ৮
1. মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য গুলি কি কি ?এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা কর?
2. ১৯৮৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে?
2. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ গুলি আলোচনা করো?
3. উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশনের সুপারিশ গুলি কি কি? কোঠারি কমিশনের সুপারিশ মেনে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠক্রম সম্বন্ধে আলোচনা কর?