ভারতের বিভিন্ন শহরের উপনাম। Bangla Gk 2023 । current Affairs ।

 বিভিন্ন চাকরি পরিক্ষা যেমন - WBCS, WBP, WB PSC, RAIL, ICDS, WBTET সহ বিভিন্ন পরিক্ষায় Bangla General knowledge জানা একান্ত জরুরি। তা না হলে আপনার পরিক্ষায় উর্ত্তীন হতে সমস্যা হতে পারে। তাই আপনাদের জন্য এই সাইটে General Knowledge in Bengali language (বাংলা সাধারণ জ্ঞান), Current affairs in Bengali 2023 (বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩), PDF সহ বিভিন্ন নোটস আমরা পাবলিশ করে থাকি।আজকের আমরা জানব ভারতের বিভিন্ন শহর , নদী, পাহাড়, পর্বত প্রভৃতির উপনাম সম্পর্কে। 

     General  knowledge  in Bengali(বাংলা সাধারণ জ্ঞান) 

    অধ্যায় :- ভারতের বিভিন্ন শহর, নদী, পাহাড়,পর্বতে প্রভৃতির উপনাম। 

ভারতের বিভিন্ন শহরের উপনাম

শহরের নাম উপনাম
দিল্লি এশিয়ার রোম
নাগপুর কমলা লেবুর শহর
কলকাতা পূর্ব ভারতের প্রবেশদ্বার
সুরাট ভারতের দ্বার
কোচি প্রাচ্যের ভেনিস
জয়পুর গোলাপি শহর
ত্রিপুরা পঞ্চ পাহাড়ের দেশ
আলিগড় তালা চাবির শহর
মাদুরাই চন্দন বৃক্ষের মন্দির মনিপুর পূর্ব ভারতের কাশ্মীর বর্ধমান পশ্চিম বঙ্গের ধানের গোলা বেঙ্গালুরু ভারতের বিজ্ঞান নগরী কার্শিয়াং অর্কিডের শহর পুনে দাক্ষিনাত্যের রানী সিকিম গুম্ফার দেশ হাওড়া ভারতের গ্লাসগো কলকাতা সিটি অফ জয় চেন্নাই সবুজ নগরী বেঙ্গালুরু সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার অমৃতসর স্বর্নের শহর কাশ্মীর ভারতের স্বর্গ কোচিন আরব সাগরের রানী বেঙ্গালুরু মহাকাশ শহর বেঙ্গালুরু ভারতের উদ্যান নগরী জামশেদপুর ভারতের পিটসবার্গ প্রয়াগ রাজ্য ইশ্বরের আবাস দামোদর নদী বাংলার দুঃখ জামশেদপুর ইস্পাত নগরী লখনৌ নবাবদের শহর কোশী নদী বিহারের দুঃখ কেরলা ভারতের মশলার উদ্যান কলকাতা অট্টালিকার শহর কলকাতা দুর্গের শহর নতুন দিল্লি ভারতের মিলনস্থল বারানসি মন্দিরের শহর অন্ধ্রপ্রদেশ এশিয়ার ডিমের পাত্র পানিপথ তাঁতির শহর গোদাবরী নদী দক্ষিনের গঙ্গা কোয়েম্বাটুর দক্ষিন ভারতের ম্যানচেস্টার শ্রীনগর হ্রদের শহর কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার কোচিন পৃর্বের ভেনিস পাঞ্চাব পঞ্চ নদীর শহর মধ্যপ্রদেশ সোয়া অঞ্চল গোদাবরী নদী পুরাতন গঙ্গা মাদুরাই উৎসবের শহর গঙ্গা পবিত্র নদী বেঙ্গালুরু ইলেকট্রনিক শহর মুম্বাই হলিউড শহর নীলগিরি নীল পর্বত মুসৌরি(উত্তরাখন্ড) পর্বতের রানি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ যমজ শহর মুম্বাই ভারতের প্রবেশদ্ধার

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×